পাবনার ভাঙ্গুরা উপজেলার ভাঙ্গুড়া পৌরসভা সদরে ছায়া ঘেরা সুনিবিড় পরিবেশে সারুটিয়া গ্রামে সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪৬ সালে প্রতিষ্ঠা লাভ করে। দক্ষিণ সারুটিয়া গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহেদ সরকার এবং উত্তর সারুটিয়া গ্রামের বাসিন্দা মাহাতাব সরকার একটি বিদ্যালয় স্থাপনের জন্য সারুটিয়া গ্রামে যৌথভাবে ৩৩ শতক মূল্যবান জমি দান করেন। অতঃপর এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তিদের সহযোগিতায় সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। পাবনা জেলার একটি অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলে অধিক পরিচিতি বহন করে আসছে। যার ফলস্বরূপ বিদ্যালয় একটি সুন্দর ও আকর্ষণীয় লাইব্রেরী কাম কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয় চলাকালীন সময় লাইব্রেরী খোলা থাকে। লাইব্রেরীতে কম্পিউটার শিখার একটি সুব্যবস্থা আছে।
বর্তমানে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফরিদা পারভিন সহ মোট ১২ জন শিক্ষক কর্মরত আছেন। বিগত কয়েক বছর ধারাবাহিকভাবে পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষার ফলাফলে বিদ্যালয়টি অতি সাফল্যের সাথে কৃতিত্ব অর্জন করে।